Breaking
10 Dec 2025, Wed

মেসির মোবাইলে সোনার কভার

ঝাড়গ্রাম নিউজ ফ্ল্যাশ ডেক্স:- মোবাইল হ্যান্ডসেটের কভারের প্রতি তাঁর এমন শখ রয়েছে তা আগে জানা যায়নি। এমনিতে নিজের ঢাক নিজে পেটানো অভ্যাস নয় তাঁর। তবে সম্প্রতি জানা গিয়েছে, লিও মেসির আইফোন এমএস ম্যাক্সের কভার ২৪ ক্যারট সোনা দিয়ে তৈরি। স্প্যানিশ মিডিয়া তার ছবিও প্রকাশ করেছে। মোবাইল কভারটিতে খোদাই করা রয়েছে মেসির স্ত্রী ও সন্তানদের নাম। এছাড়া জার্সি নম্বর, বার্সেলোনা এবং আর্জেন্তিনা ফুটবল সংস্থার লোগোও রয়েছে, যা তৈরি করেছে আই ডিজাইন গোল্ড।

Developed by