Breaking
16 Dec 2025, Tue

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ‘খেলা হবে’ দিবস পালন করলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ, নেট মাধ্যমে ভাইরাল ছবি!

জেএনওফ ওয়েব ডেস্ক : মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ‘খেলা হবে’ দিবস পালন করলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ, নেট মাধ্যমে ভাইরাল ছবি! মুখ্যমন্ত্রী ঘোষণা করেছিলেন রাজ্য জুড়ে ১৬ অগাস্ট ‘খেলা হবে’ দিবস পালন করা হবে। সেই শাসকদল তৃণমূল ও সরকারের পক্ষ থেকে নানা কর্মসূচি নেওয়া হয়েছে রাজ্য জুড়ে। প্রতিদিনের মত এদিন সকালে মনিং ওয়াকে বেরিয়ে শুধু হাঁটলেন না, খেললেন ফুটবলও। আর সেই ছবি দিলীপ ঘোষ নিজের তাঁর ফেসবুকে পোস্ট করেছেন। তারপর থেকেই ভাইরাল সেই ছবির নীচে ক্যাপশন লিখে দিচ্ছেন নেট নাগরিকরা,’দিদির খেলা হবে দিবস পালন করলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ।’ এহেন খেলার জন্য তাঁকে স্বাগত জানিয়েছেন নেট নাগরিকরা।

Developed by