Breaking
19 Dec 2025, Fri

মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে ঝাড়গ্রাম জেলা এডুকেশন সুপারভাইজার অ্যাসোসিয়েশনের উদ্যোগে ১০ হাজার টাকার ড্রাফট তুলে দেওয়া হল জেলাশাসকের হাতে

ঝাড়গ্রাম নিউজ ফ্ল্যাশ ডেস্ক : মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে ঝাড়গ্রাম জেলা এডুকেশন সুপারভাইজার অ্যাসোসিয়েশনের উদ্যোগে ১০ হাজার টাকার ড্রাফট তুলে দেওয়া হল জেলাশাসকের হাতে। মঙ্গলবার দুপুরে জেলাশাসকের কার্যালয়ে যান সংগঠনের সুমন সাহু, সোহম মাহাতো, নীলাঞ্জন ষড়ঙ্গীরা। তাঁরা এদিন জেলাশাসকের সঙ্গে সাক্ষাৎ করে ওই ড্রাফট তুলে দেন। সংগঠনের পক্ষে সুমন সাহু বলেন,’রাজ্যের মুখ্যমন্ত্রী করোনা মোকাবিলার জন্য জরুরিকালীন ত্রাণ তহবিল গঠন করেছেন। রাজ্যের মানুষের স্বার্থে এবং মানুষ হিসেবে আজকের দুঃসময়ে মানুষের পাশে দাঁড়ানোর জন্য আমাদের সামর্থ্য অনুযায়ী ঝাড়গ্রাম জেলার এডুকেশন সুপারভাইজাররা মিলে ১০ হাজার টাকার একটি ড্রাফট তুলে দিয়েছি জেলাশাসক ম্যাডামের হাতে।’

Developed by