Breaking
16 Dec 2025, Tue

মুখ্যমন্ত্রীর ঘোষনা মত ঝাড়গ্রাম জেলায় চালু হল বাংলা সহায়তা কেন্দ্র


ঝাড়গ্রাম নিউজ ফ্ল্যাশ ডেস্ক : মুখ্যমন্ত্রীর ঘোষনা মত ঝাড়গ্রাম জেলায় চালু হল বাংলা সহায়তা কেন্দ্র। ঝাড়গ্রামের জেলাশাসকের কার্যালয়ে, জেলার মোট ৮টি ব্লকে ছাড়াও বেশ কিছু স্বাস্থ্যকেন্দ্র ও গ্রামীণ লাইব্রেরিতে এদের নিয়োগ করা হয়েছে। বাংলা সহায়তা কেন্দ্রে সরকারি নানান সুযোগ সুবিধা যেমন জানতে পারবেন তেমনি সরকারি অনলাইনে নানা কাজকর্ম সাধারণ মানুষ এসে করতে পারবেন। যেমন- পড়ুয়াদের সমস্ত ধরনের স্কলারশিপ থেকে শুরু করে সরকারি বিভিন্ন অনলাইন পোর্টাল গুলিতে কিভাবে ফর্ম ফিলাপ এবং শ্রমিকদের সামাজিক যোজনার বিভিন্ন কাজ এখানে এসে বুঝতে পারবেন। গত পরশুদিন মুখ্যমন্ত্রী নবান্ন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে বাংলা সহায়তা কেন্দ্র গুলি চালু করা জন্য দ্রুততার সঙ্গে নির্দেশ দিয়েছিলেন। সারা রাজ্যে ২৮০০ মত বাংলা সহায়তা কেন্দ্র চালু করা হয়েছে বলে রাজ্য প্রশাসন সূত্রে জানা গিয়েছে।

Developed by