Breaking
18 Dec 2025, Thu

মায়ের পা ছুঁয়ে প্রচারে নামলেন তৃণমূল প্রার্থী বীরবাহা

ঝাড়গ্রাম নিউজ ফ্ল্যাশ ডেস্ক : নিজের মাকে প্রণাম করে ঝাড়গ্রাম লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী বীরবাহা সরেন টুডু প্রচার শুরু করলেন শুক্রবার। এদিন জামবনি ব্লকের ছোটবনসরা গ্রামে নিজের বাপের বাড়ি যান বীরবাহা। ঘটনাচক্রে তাঁর বাপের বাড়িও ঝাড়গ্রাম লোকসভার অন্তর্গত। প্রচারে প্রার্থীর সঙ্গে উপস্হিত ছিলেন জাম্বনী ব্লকের ভারত জাকাত মাঝি পারগানা মহলের সভাপতি মনোরঞ্জন মুর্মু, জাম্বনী ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি নিশীথ মাহাত ,যুব সভাপতি তন্ময় পানি, পড়িহাটি 2 নং অঞ্চল সভাপতি সজল মাহাত, কার্যকারী সভাপতি আতেউল খাঁন প্রমুখ |

Developed by