Breaking
17 Dec 2025, Wed

মাস্ক না পড়ায় বেশ কয়েক জনকে আটক করল নিউ জলপাইগুড়ি থানার পুলিশ

জেএনএফ ওয়েব ডেস্ক :-বৃহস্পতিবার সকালে শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের এসিপি ইস্ট সুভেন্দর কুমার ও শিলিগুড়ির মহকুমা শাসক শ্রীনিবাস ভেঙ্গটরাও পাটিল এর উপস্থিতিতে এনজেপি এলাকায় অভিযান চালায়। এবং সেখানে মাস্ক না পড়ায় ঘোরা ঘুরি কারীদের আটক করে পুলিশ। এই বিষয়ে পুলিশ সূত্রে জানা গিয়েছে
ডিজাস্টার ম্যানেজমেন্ট অ্যাক্টে আট জনকে আটক করা হয়েছে।এবং মাস্ক হীন মানুষদের বিরুদ্ধে লাগাতার অভিযান চলবে শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের তরফ থেকে।

Developed by