Breaking
8 Dec 2025, Mon

মার খেলেও মানুষের পাশে থাকবেন : পার্থ চট্টোপাধ্যায়

ঝাড়গ্রাম নিউজ ফ্ল্যাশ ডেস্ক : মার খেলেও মানুষের পাশে থাকবেন। গোপীবল্লভপুরের সভায় দলীয় কর্মীদের উদ্দেশ্যে একথায় বললেন পার্থ চট্টোপাধ্যায়। তিনি বলেন,’মার খেলেও থাকবেন। আমরা দেখতে চায় মানুষের জোর বেশি না অর্থের জোর বেশি। সবাই একত্রিত হয়ে
দলের বাইরে যাঁরা বিজেপির বিরুদ্ধে লড়াই করছে তাঁদেরও সমর্থন আদায় করুন। মানুষের সমর্থন আদায় করুন। তাঁদেরকে পাশে নিন। ভোট এগিয়ে এলে গন্ডগোল করবার চেষ্টা করবে। মিথ্যা প্রচারে পা দিয়ে অশান্তিতে নিজেদের জড়িয়ে নেবেন না। প্রশাসন ঠিকমতো না দেখলে আমাদের জানাবেন, কিন্তু অভদ্র ব্যবহার করবেন না।’

Developed by