Breaking
23 Jan 2026, Fri

মামলায় হার ব্রাজিলীয় তারকা নেইমারের

ঝাড়গ্রাম নিউজ ফ্ল্যাশ ডেস্ক : ফুটবলের মাঠে তাকে হারানো সহজ নয়। কিন্তু মামলার জটে তিনি হেরে গেলেন। ২০১৭ সালে আগষ্টে ২২ কোটি ২০ লক্ষ ইউরো রেকর্ড ট্রান্সফার ফিতে বার্সেলোনা ছেড়ে পিএসজিতে যোগ দেয় ব্রাজলীয় তারকা নেইমার। মাত্র নয় মাস আগে বার্সার সঙ্গে নতুন চুক্তি হয় নেইমারের। ওই চুক্তিতে তাকে ৪ কোটি ৩৬ লক্ষ ইউরো বোনাস দেওয়ার কথা ছিল উল্লেখ করে বার্সেলোনার বিরুদ্ধে মামালা করে নেইমার। এবার সেই মামলায় হেরে গেলেন নেইমার! নেইমারকেই সেই টাকা ফেরৎ দেওয়ার নির্দেশ দিয়েছে আদালতের বিচারক।

Developed by