Breaking
15 Dec 2025, Mon

মানিকপাড়ার রাধেশ্যামপুরে গরুর ক্ষতবিক্ষত মৃতদেহ ঘিরে এলাকায় চাঞ্চল্য

ঝাড়গ্রাম নিউজ ফ্ল্যাশ ডেস্ক : মানিকপাড়ার রাধেশ্যামপুরে গরুর ক্ষতবিক্ষত মৃতদেহ ঘিরে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। কিসে আক্রমন করল গরুটিকে? তা নিয়ে ধন্দ ছড়িয়েছে। তবে বন্য জন্তুর আক্রমনে গরুটি মারা গিয়েছে সে বিষয়ে নিশ্চিত। দিবাকর মল্লিকের গত পাঁচটি গরুর মধ্যে গত মঙ্গলবার রাতে চারটি ফিরে এলেও একটি গোয়াল ঘরে আসেনি। বুধবার সকালে জঙ্গল লাগোয়া মাঠে গরুটির খুবলে নেওয়া মৃতদেহ পড়ে থাকে। মানিকপাড়ার রেঞ্জ অফিসার অর্ণব ঘোষ বলেন,‘হুড়াল বা নেকড়ের আক্রমনেই ঘটনাটি ঘটেছে। অযথা আতঙ্কিত হওয়ার কিছু নেই।’

Developed by