Breaking
15 Dec 2025, Mon

মানসিক অবসাদে আত্মহত্যা করতে মাঝ গঙ্গায় ঝাঁপ বৃদ্ধার

জেএনএফ ওয়েব ডেস্ক :-ছেলে মারা গেছে চার মাস আগে, নিজেও নানা রোগে জর্জরিত, সহ্য করতে না পেরে মানসিক অবসাদে আত্মহত্যা করতে মাঝ গঙ্গায় ঝাঁপ। প্রায় এক কিলোমিটার দূরে গিয়ে এক মৎস্যজীবী জীবিত অবস্থায় উদ্ধার করে থাকে। পুলিশের তত্ত্বাবধানে ওই বৃদ্ধা এখন হাসপাতালে চিকিৎসাধীন। ঘটনাটি নদীয়ার শান্তিপুর থানা এলাকার। সূত্রের খবর বর্ধমান মেমারি থানার গদাই তলা এলাকার বাসিন্দা লক্ষ্মী প্রামাণিক। বয়স আনুমানিক 65 বছর। জানাযায় 4 মাস আগে তার একমাত্র সন্তানের মৃত্যু হয়। এর পরেই দীর্ঘদিন মানসিক অবসাদে ভুগছিলেন। তার উপর শরীরের নানান রকমের রোগে জর্জরিত ছিলেন। মানসিক যন্ত্রণা আর সহ্য করতে না পেরে আত্মহত্যার জন্য গঙ্গায় ঝাঁপ দেন তিনি। দীর্ঘক্ষন গঙ্গায় ভেসে থাকার পর হাত তুলে চিৎকার করতে থাকে। শান্তিপুর থানার বেলঘড়িয়া গ্রামের এক মৎস্যজীবী নজরে আসে। তৎক্ষনাত তার নৌকা নিয়ে ওই বৃদ্ধাকে উদ্ধার করে এলাকায় নিয়ে আসে। এরপর এই খবর দেওয়া হয় শান্তিপুর। খবর পেয়ে শান্তিপুর থানার পুলিশ এসে ওই বৃদ্ধাকে শান্তিপুর স্টেট জেনারেল হাসপাতালে চিকিৎসার জন্য পাঠায়। প্রশাসন সূত্রে খবর ঐ বৃদ্ধার পরিবারের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে যাতে ওই বৃদ্ধাকে তাদের হাতে তুলে দেওয়া যায়।

Developed by