Breaking
14 Dec 2025, Sun

মানবিক দেওয়াল ‘বাড়িয়ে দাও তোমার হাত’ এর বর্ষপূর্তি

ঝাড়গ্রাম নিউজ ফ্ল্যাশ ডেস্ক : রবিবার ঝাড়গ্রাম জেলা শহরে মেদিনীপুর কুইজ কেন্দ্র সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটি ও নবচেতনা স্পোর্টিং ক্লাবের পক্ষ থেকে মানবিক দেওয়াল ‘বাড়িয়ে দাও তোমার হাত’ এর আয়োজন করা হয়েছিল ঝাড়গ্রাম পাঁচ মাথা মোড়ের কাছে ক্লাব সংলগ্ন স্থানে। আজ এই মানবিক দেওয়ালের বর্ষপূর্তি ছিল। গত ২০১৮ সালে আজকের দিনে শুরু হয়েছিল এই উদ্যোগ। মেদিনীপুর কুইজ কেন্দ্রর পক্ষ থেকে বিশ্বজিৎ কর্মকার আজকের এই উদ্যোগে সাহায্যের জন্য উপস্থিত হয়।নবচেতনা ক্লাবের সভাপতি জয়দীপ বাবু বলেন,’পরবর্তী সময়ে সম্ভব হলে আরো এরকম উদ্যোগ নেওয়া হবে।’ আগামী সপ্তাহে নবচেতনা ক্লাবের পক্ষ থেকে বিনামূল্যে একটি স্বাস্থ্য শিবিরের আয়োজন করা হয়েছে।

Developed by