Breaking
14 Dec 2025, Sun

মানবিক উদ্যোগ জলপাইগুড়ির বাসিন্দার!


জেএনএফ ওয়েব ডেস্ক :-মানবিক উদ্যোগ জলপাইগুড়ির বাসিন্দার। মানবিক উদ্যোগ জলপাইগুড়ি কোতোয়ালি থানার পুলিশের। আর এই মিলিত উদ্যোগেই হারিয়ে যাওয়া প্রায় ১২ হাজার টাকা সহ অন্যান্য কাগজপত্র মঙ্গলবার ফেরত পেলেন দরিদ্র ব্যবসায়ী। জানা গিয়েছে, সোমবার জলপাইগুড়ি কদমতলা বাস স্ট্যান্ড এলাকা থেকে রাস্তায় টাকা ভর্তি মানিব্যাগ কুড়িয়ে পান জলপাইগুড়ি মহামায়া পাড়ার বাসিন্দা গোবিন্দ শীল। মানিব্যাগে টাকার সাথে এটিএম কার্ড, আধার কার্ড প্রভৃতি ছিল। তিনি সঙ্গে সঙ্গে তা জমা দেন কোতোয়ালি থানায়। থানা থেকে যোগাযোগ করা হয় প্রাপকের সাথে। যার হারিয়েছে তিনি জিতেন্দর কুমার। বাড়ি বিহারে। জলপাইগুড়ি শহরের রাস্তার মোড়ে মোড়ে তেলে ভাজা বিক্রি করে সংসার চালান তিনি। মঙ্গলবার কোতোয়ালি থানার মাধ্যমে সম্পূর্ণ টাকা ও কাগজপত্র ফেরত পেয়েছেন তিনি। ধন্যবাদ জানিয়েছেন তিনি গোবিন্দ বাবু ও কোতোয়ালি থানার পুলিশকে।

Developed by