Breaking
8 Dec 2025, Mon

মাধ্যমিকে রাজ্যের প্রথম পূর্ব মেদিনীপুরের সৌগত দাস

ঝাড়গ্রাম নিউজ ফ্ল্যাশ ডেক্স:- রাজ্যের প্রথম ও পূর্ব মেদিনীপুর জেলা র গর্ব প্রথম স্থানাধিকারী সৌগত দাস প্রাপ্ত নম্বর৬৯৪।ভগবানপুর ১ ব্লকের অন্তর্গত মহম্মদপুর দেশপ্রান বিদ্যাপীঠের ছাত্র।তার সাফল্যে রীতিমতো খুশি জেলাবাসী।পাশাপাশি পাশের হারেও এই পূর্ব মেদিনীপুর জেলা প্রথম।

এবছর পাশের পাশের হার ৮৬.০৭ শতাংশ। পাসের হার সব জেলার কে পিছনে ফেলে প্রথম পূর্ব মেদিনীপুর।৯৬.১০ শতাংশ।

Developed by