Breaking
8 Dec 2025, Mon

মাথার খুলি উদ্ধার ঘিরে চাঞ্চল্য, তদন্তে ধানতলা থানা পুলিশ

:- মাথার খুলি উদ্ধারকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়ালো নদীয়ার ধানতলা থানার বঙ্কিমনগরে। ঘটনার বিবরণে জানা যায় গতকাল বিকেলে বঙ্কিমনগর রেল লাইনের ধারে একটি একটি মাথার খুলি দেখতে পায় স্থানীয় বাসিন্দারা।তার থেকে ছড়াচ্ছিল দুর্গন্ধ। মাথার খুলিটি পড়েছিল রানাঘাট গেদে শাখার রানাঘাট বঙ্কিমনগর স্টেশনের মাঝখানে রেল লাইনের ধারে। খুলি পাওয়া গেলেও কোন দেহাবশেষ পাওয়া যায়নি বলে স্থানীয় সুত্রে খবর।স্থানীয়রা জানান মাথার
খুলিটি বেশ পুরনো।খুলিটি উদ্ধার করেছে পুলিশ।
খুলিটি কি করে কোথা থেকে এখানে এলো তা জানতে গোটা ঘটনার তদন্তে নেমেছে রানাঘাট জিআরপি ও
ধানতলা থানার পুলিশ।

Developed by