Breaking
2 Jan 2026, Fri

মাছ ধরতে গিয়ে জলে ডুবে মৃত্যু হল বছর ৩৫এর এক ব্যাক্তির

ঝাড়গ্রাম নিউজ ফ্ল্যাশ ডেস্ক: বুধবার দুপুরে মাছ ধরতে গিয়ে জলে ডুবে মৃত্যু হল এক ব্যক্তির। ঘটনাটি সাঁকরাইল ব্লকের ৭নং অঞ্চলের আউশাবান্ধি গ্রামের। মৃত ওই ব্যক্তির নাম বিজয় সিং(৩৫)। স্থানীয় সূত্রে জানা গিয়েছে যে, বুধবার দুপুরে আউশবান্ধি গ্রামের স্থানীয় এক খালে মাছ ধরতে যান বছর ৩৫এর ওই ব্যক্তি। সন্ধ্যা হয়ে এলেও বাড়ি ফেরেননি তিনি। পরিবারের৷ লোক ও গ্রামবাসী মিলে খোজাখুজি শুরু করে চারিদিকে। খালের কাছে যেতেই একটি দেহ ভাসতে দেখে তার। তখনই সেটিকে উদ্ধার করেন এবং দেখা যায় যে ওটাই বিজয় বাবু। আরও জানা গিয়েছে প্রতিদিনই এই একই খালে মাছ ধরতে যেতেন তিনি। স্থানীয় সন্দেহ করে বলেছেন এটি কোনো ডাইনির কাজ। কিছু বছর আগে এভাবেই মারা গিয়েছিল আরও একজন। তবে মৃত্যুর কারন হিসেবে এখনও কিছু জানা যায়নি।

Developed by