Breaking
16 Dec 2025, Tue

মাছ ধরতে এসে সুর্বণরেখা নদীতে ডুবে মৃত্যু প্রকাশ সিং

ঝাড়গ্রাম নিউজ ফ্ল্যাশ ডেস্ক : মাছ ধরতে এসে সুর্বণরেখা নদীতে ডুবে মৃত্যু প্রকাশ সিং। ২৮ বছর বয়সী যুবকের বাড়ি বেলিয়াবাড়া থানার বেলাডিহা গ্রামে। গ্রামবাসীরা জানিয়েছেন,গতকাল বিকেলে মাছ ধরতে সুর্বনরেখা নদী এসেছিল প্রকাশ। প্রতিদিন এভাবেই নদীতে এসে হাত দিয়ে মাছ ধরত। মাছ ধরে বাড়ি ফিরত রাত ১২ টা নাগাদ। কিন্তু শুক্রবার সকাল পর্যন্ত বাড়ি না ফেরায় প্রকাশ সিং এর স্ত্রী গ্রামবাসীদের জানান।গ্রামবাসীরা সকালে নদীতে খোঁজাখুজি করার সময় দেখতে পান জলে ভাসছে প্রকাশের মৃতদেহ।

Developed by