Breaking
8 Dec 2025, Mon

ময়নাতে বিজেপির ঘর ভাঙলো তৃণমূল!

পূর্ব মেদিনীপুর:– এই মুহূর্তে বেকিং ফের পঞ্চায়েত নির্বাচনের আগে বিজেপির ভাঙন। ময়নার বিজেপির দক্ষিণ মন্ডলের সভাপতি এবং তমলুক সাংগঠনিক বিজেপির জেলা কমিটির সদস্য অলোক বরন বেরা বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসের যোগদান করলেন। আজ তমলুকে মানিকতলা তৃণমূল কংগ্রেসের জেলা কার্যালয়ে তৃনমূলের জেলা সভাপতি সৌমেন কুমার মহাপাত্র এবং ময়নার প্রাক্তন বিধায়ক ডাঃ সংগ্রাম দোলই হাত ধরে তৃনমূলে যোগদান করেন বিজেপির দক্ষিণ মন্ডলের সভাপতি অলোক বরন বেরা।

Developed by