Breaking
23 Dec 2025, Tue

“মমতা সবচেয়ে বড় পাল্টিবাজ”- মুকুল রায়

ঝাড়গ্রাম নিউজ ফ্ল্যাশ ডেক্স:- মমতা বন্দোপাধ্যায়কে সরাসরি ‘পাল্টিবাজ’ বলে কটাক্ষ করলেন বিজেপি নেতা মুকুল রায়।এদিন তিনি বলেন “নরেন্দ্র মোদীর নেতৃত্বে এনডিএ পুনরায় দিল্লীতে সরকার গঠন করবে।এনডিএর বহিরাগত শক্তির দরকার পড়বে না।তাও সবাই এনডিএতে স্বাগত।মমতা বন্দোপাধ্যায় কংগ্রেসের সময়েও মন্ত্রী ছিলেন, এনডিএ থেকেও মন্ত্রী হয়েছেন।ফলে দল পাল্টি খাওয়ার ব্যপারে ওনার থেকে বড় কেউ নেই”।এদিন তিনি প্রথম দফায় হয়ে যাওয়া নির্বাচনে ২-০ জয় ও অত্যন্ত দৃঢ়তার সাথে দাবী করেন।

Developed by