Breaking
13 Dec 2025, Sat

মমতা বন্দ্যোপাধ্যায়ের জয়ের প্রার্থনা জানিয়ে রানাঘাট কুপার্স ক্যাম্পে হোমযজ্ঞের আয়োজন

জেএনএফ ওয়েব ডেস্ক :-বিধানসভা ভোটে একবার হারের মুখ দেখতে হয়েছে তাঁকে। এবার উপনির্বাচনে  আবারও যাতে সেই হারের সম্মুখীন হতে না হয়, তার জন্য ভগবানের দ্বারস্থ হলেন তৃণমূল কর্মীরা। আগামী ৩০ তারিখ রাজ্যে বিধানসভা উপনির্বাচন। আর সেই উপনির্বাচনে ভবানীপুর কেন্দ্র থেকে পুনরায় জয়ের আশায় লড়াই এর ময়দানে নেমেছেন রাজ্যের বর্তমান মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। আর সেই ভোট যুদ্ধে পুনরায় যাতে তৃণমূল নেত্রীকে হারের মুখ দেখতে না হয় তার জন্য উদ্যোগী হলো নদিয়ার রানাঘাট কুপার্স ক্যাম্প পুরসভা এলাকার তৃণমূল কর্মীরা। মঙ্গলবার সকালে মমতা বন্দ্যোপাধ্যায়ের জয়ের প্রার্থনা জানিয়ে রানাঘাট কুপার্স ক্যাম্পে হোমযজ্ঞের আয়োজন করলেন কুপার্স ক্যাম্প এসটি এসসি সেলের তৃণমূল কর্মীরা। যজ্ঞ শেষে এদিন তৃণমূল কর্মীরা আশা প্রকাশ করেন যে এবার ভোটে অন্তত ৭০ থেকে ৮০ হাজার ভোটে জয়লাভ করবেন তিনি।

Developed by