Breaking
16 Dec 2025, Tue

মমতার পা ছুঁয়ে প্রণাম পুলিশ কর্তার, উর্দির অপমান করে বিতর্কে রাজীব মিশ্র

ঝাড়গ্রাম নিউজ ফ্ল্যাশ ডেক্স:-মুখ্যমন্ত্রীকে শ্রদ্ধা জানিয়ে প্রণাম করতেই পারেন কিন্তু সেটা উর্দি পরে করা যায় না। এক পুলিশ কর্তা সম্পর্কে এমনই সমালোচনায় সরব অন্যান্য পুলিশ কর্তা।

সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া এক ভিডিও নিয়ে চলছে বিতর্ক। পূর্ব মেদিনীপুরের প্রশাসনিক বৈঠকের সময়ে দিঘায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কেক খাইয়ে দিচ্ছেন রাজ্যের এক শীর্ষ পুলিশ কর্তাকে। মুখে কেক নিয়ে উর্দি পরে থাকা সেই পুলিশ কর্তা মুখ্যমন্ত্রীর পায়ে হাত দিয়ে প্রণাম করছেন। এই পুলিশ কর্তা হলেন রাজ্যের আইজি পশ্চিমাঞ্চল রাজীব মিশ্র। এই বিতর্কিত ভিডিও-র সত্যতা যাচাই করেনি ঝাড়গ্রাম নিউজ ফ্ল্যাশ। তবে ইতিমধ্যেই তা ভাইরাল হয়ে গিয়েছে।

৮ সেকেন্ডের ওই ভিডিয়োয় দেখা যাচ্ছে, একেবারে সমুদ্রের ধারে চলছে কেক খাওয়ানো ও প্রণাম পর্ব। পিছনে সমুদ্র। আর সৈকতের দিকে মুখ করে বসে মুখ্যমন্ত্রী। তাঁর সামনে রয়েছেন পরিবহণমন্ত্রী শুভেন্দু অধিকারী, সাংসদ শিশির অধিকারী। রয়েছেন ডিরেক্টর সিকিউরিটিজ বিনীত গোয়েল ও পুলিশের উর্দিতে রাজীব মিশ্র।

সৌজন্যে :- The Wall

Developed by