Breaking
13 Dec 2025, Sat

মন্দারমনি সমুদ্রে তলিয়ে গিয়ে মৃত্যু দুই পর্যটকের, আহত আরো দুই, চাঞ্চল্য

পূর্ব মেদিনীপুর:– সমুদ্র সৈকতে ঘুরতে এসে সমুদ্রে তলিয়ে মৃত্যু হল দুই পর্যটকের, ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে পূর্ব মেদিনীপুর জেলার মন্দারমনি এলাকায়, পুলিশ সূত্রে জানা গিয়েছে ওই মৃত পর্যটকদের নাম শরিম সারফোরোজ, যার বয়স আনুমানিক ২৩ বছর, বাড়ি কলকাতার বালিগঞ্জ এলাকায়, অপর জনের নাম সৃষ্টি গুপ্তা, যার বয়স আনুমানিক ২২ বছর, ঝাড়খন্ড রাজ্যের ঘষলা বাজার এলাকায়, অন্য দিকে আহত দুই জনকে কাঁথি মহকুমা হাসপাতালে পাঠানো হয়েছে, জানা গিয়েছে কলকাতা থেকে বেড়াতে এসে ছিল এই পর্যটকের টিম, বিকেলের স্নান করতে নেমে এই বিপত্তি, ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে সমুদ্র সৈকত এলাকায়।

Developed by