Breaking
29 Jan 2026, Thu

মন্ত্রী পদ হারালেন জ্যোতিপ্রিয় মল্লিক!

জেএনএফ ডেক্স :

শুক্রবার হঠাৎ করেই রাজ্য মন্ত্রিসভার মন্ত্রীপদ থেকে সরিয়ে দেওয়া হল জ্যোতিপ্ৰিয় মল্লিককে। তিনি যে দুটি দপ্তর দেখতেন তার সেই দুটি দপ্তরের দায়িত্ব পেলেন বীরবাহা হাঁসদা এবং পার্থ ভৌমিক। গত বছর অক্টোবর মাসে রেশন দুর্নীতি মামলায় তৎকালীন মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিককে ইডি গ্রেফতার করে এবং তখন থেকেই তিনি আজ অব্দি জেলবন্দী হয়ে আছেন। ইডির গ্রেপ্তার করার পরেই দলটাকে সব পর থেকেই সরিয়ে দেয়। কিন্তু তিনি শুক্রবার অব্দি মন্ত্রী পদে বহাল ছিলেন । জ্যোতিপ্রিয় মল্লিক গ্রেপ্তার হওয়ার পরে তার মন্ত্রিত্ব পদে বহাল থাকাকে নিয়ে রাজ্যের বিরোধীরা নানা প্রশ্ন তুলেছিলেন। এরপরেই প্রায় সাড়ে তিন মাস পর জ্যোতিপ্রিয় মল্লিককে মন্ত্রিত্ব পথ থেকে সরিয়ে দিল মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। তিনি এতদিন পর্যন্ত যে বনদপ্তর দেখতেন সেই দপ্তরের স্বাধীন দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রীর মন্ত্রী করা হলো বীরবাহা হাঁসদাকে অন্যদিকে শিল্প পুনর্গঠন দপ্তরের দায়িত্ব পেলেন সেচমন্ত্রী পার্থ ভৌমিক।

Developed by