Breaking
25 Dec 2025, Thu

মনোনয়ন জমা দিলেন বিএসপি প্রার্থী অশোক কুমার মুর্মু

ঝাড়গ্রাম নিউজ ফ্ল্যাশ ডেস্ক : শনিবার দুপুরে মনোনয়ন পত্র জমা দিলেন বিএসপি প্রার্থী অশোক কুমার মুর্মু। মনোনয়ন জমা দিয়ে জেলাশাসকের অফিসের বাইরে বেরিয়ে অশোককুমার মুর্মু দাবি করেন,’আমার জয় অনেকটাই নিশ্চিত।’ আপনাদের সংগঠন কি রয়েছে ? উত্তরে অশোক বলেন,’আমাদের সংগঠন রয়েছে। আপনারা হয়তো জানেন না। আর এই এলাকায় এসসি, এসটি, ওবিসি মানুষের জন্যই তো রাজনীতি। তাই সেই সব মানুষজন আমাদের দলে রয়েছে। এদের জন্য আগের সরকার কিছুই করেনি। এখানে চতুর্মুখী লড়াই। তাই আমার জয় নিশ্চিত।’

Developed by