Breaking
22 Jan 2026, Thu

মনোনয়ন জমা দিলেন বিজেপি প্রার্থী প্রণত টুডু

অরূপ কুমার মাজী,জেএনএফ, ঝাড়গ্রাম : মনোনয়ন জমা দেওয়ার দ্বিতীয় দিনে নিজের মনোনয়নপত্র জমা দিলেন ঝাড়গ্রাম লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থীর প্রণত টুডু। প্রার্থীর মনোনয়ন জমা দেওয়ার দিন ঝাড়গ্রামে উপস্থিত ছিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। ঝাড়গ্রাম জেলা বিজেপি কার্যালয় থেকে চত্বর থেকে জেলা শাসকের দপ্তর পর্যন্ত বিশাল পদযাত্রার মধ্য দিয়ে বিরোধী দলনেতাকে সাথে নিয়ে মনোনয়ন জমা দিতে আসেন বিজেপি প্রার্থী। এছাড়াও উপস্থিত ছিলেন সভাপতি তুফান মাহাত, প্রাক্তন জেলা সভাপতি সুখময় সৎপতি, জেলা সহ-সভাপতি দেবাশীষ কুন্ডু। অনেকদিন পদযাত্রায় উপস্থিত কর্মীদের সংখ্যা ছিল চোখে পড়ার মতো। তীব্র দাবদাহকে উপেক্ষা করে অসংখ্য মানুষ আজ পদযাত্রায় অংশগ্রহণ করেন, প্রার্থীও নিজের মনোনয়ন জমা দেন। বিজেপি প্রার্থী প্রণত টুডু বলেন ” আজকের বিপুল পরিমাণে মানুষ আমার মনোনয়ন জমা দেওয়ার পদযাত্রায় অংশগ্রহণ করেছে। মানুষ দুহাত তুলে আশীর্বাদ করছে। জয়ের ব্যাপারে আমি একশো শতাংশ নিশ্চিত। ঝাড়গ্রাম লোকসভা কেন্দ্রে বিজেপি জিতবেই “।

Developed by