Breaking
24 Dec 2025, Wed

মদ্যপ অবস্থায় বাইক চালানোর কি ভয়ানক পরিণতি হতে পারে তারই ডেমো!

জেএনএফ ওয়েব ডেস্ক :- মদ্যপ অবস্থায় বাইক চালানোর কি ভয়ানক পরিণতি হতে পারে তারই ডেমো দেখিয়ে সেফ ড্রাইভ সেভ লাইফ এর সচেতনতার প্রচার জলপাইগুড়ি সদর ট্রাফিক পুলিশের। শুক্রবার থানামোরে এই ডেমো প্রদর্শন করা হয়। সদর ট্রাফিক ওসি বাপ্পা সাহা বলেন, হেলমেট বিহীন ও মদ্যপ অবস্থায় বাইক চালানো খুবই ঝুঁকিপূর্ণ। আমরা মুখ্যমন্ত্রীর দেওয়া সেফ ড্রাইভ সেভ লাইফ এর কর্মসূচি হিসেবে এদিন থানা মোড়ে ডেমো প্রদর্শন করলাম আগামী দিনে যাতে মানুষ সচেতন হন, ট্রাফিক আইন মেনে চলেন বলে জানান তিনি।

Developed by