Breaking
21 Dec 2025, Sun

ভোর ৪টে থেকে ইট ও ব্যাগ দিয়ে ডিজিটাল রেশন কার্ডে নাম নথিভুক্তিকরণ সংশোধনের লাইন দিচ্ছেন বাসিন্দারা

ঝাড়গ্রাম নিউজ ফ্ল্যাশ ডেস্ক: চারিদিকে শুরু হয়ে গিয়েছে ডিজিটাল রেশন কার্ডে নাম নথিভুক্তিকরণ ও সংশোধন প্রক্রিয়া। সেইমতো গোপীবল্লভপুর ২নং ব্লকের বিডিও অফিসে আজ সকাল থেকেই পড়েছে লম্বা লাইন। এমনকি ইট, ব্যাগ দিয়েই লাইন দিয়েছেন তাঁরা। রেশন কার্ডে নাম নথিভুক্তিকরণ সংশোধন লাইনে দাঁড়িয়ে থাকা পাপুন নায়েক বলেন, ভোর ৪টে থেকে লাইন দিয়েছি।

প্রায় ৭ঘন্টা দাঁড়িয়ে এখনো কোনো সুরাহা হয়নি। আমি ব্যাগ টা রেখে লাইন দিয়েছিলাম কিন্তু কতৃপক্ষ বলছে এখন ব্যাগের লাইন হবে না মানুষকে লাইনে দাঁড়াতে হবে। এর আগেও এসছি হয়নি, আর আজও হবে বলে মনে হচ্ছে না।ক্ষিপ্ত সাধারন মানুষকে সামাল দিচ্ছেন বেলিয়াবেড়া থানার পুলিশ।

Developed by