Breaking
20 Dec 2025, Sat

ভোট পরবর্তী হিংসা ও রাজ্য জুড়ে ভ্যাকসি নিয়ে দুর্নীতির প্রতিবাদে শিলিগুড়িতে মশাল মিছিল করল বিজেপি যুব মোর্চা

জেএনএফ ওয়েব ডেস্ক :- ভোট পরবর্তী হিংসা ও রাজ্য জুড়ে ভ্যাকসি নিয়ে দুর্নীতির প্রতিবাদে শিলিগুড়িতে মশাল মিছিল করল বিজেপি যুব মোর্চা। সোমবার সন্ধ্যায় মিছিলটি শুরু হয় ভেনাস মোর থেকে। এরপর সেবক মোড় হয়ে বিভিন্ন এলাকা পরিক্রমা করে শেষ হয় ভেনাস মোরেই। মশাল মিছিলে উপস্থিত ছিলেন রাজ্য বিজেপির সহ সভাপতি রাজু ব্যানার্জি,শিলিগুড়ি বিধায়ক শঙ্কর ঘোষ,ডাবগ্রাম ফুলবাড়ীর বিধায়ক শীখা চ্যাটার্জি,শিলিগুড়ি সাংগঠনিক জেলা বিজেপির যুব মোর্চার সভাপতি কাঞ্চন দেবনাথ সহ বিজেপির নেতা কর্মী সমর্থকরা। সাংবাদিকদের মুখোমুখি হয়ে রাজ্য বিজেপির সহ সভাপতি রাজু ব্যানার্জি বলেন যারা ত্রিপুরায় গিয়ে গনতন্ত্র প্রতিষ্ঠা করার কথা বলছে তারা আগে পশ্চিমবঙ্গের দিকে নজর দিক। ৪৪ জন বিজেপি কর্মী খুন হয়েছে নির্বাচনের ফলাফল বেরোনোর পড়। শান্ত ত্রিপুরাকে অশান্ত করার চেষ্টা করা হচ্ছে। নিজের রাজ্যে গনতন্ত্র নেই। নিজের রাজ্যে বিরোধীরা কোন কার্যক্রম করতে পারবে না। তারা অন্য রাজ্যে নিয়ে গনতন্ত্রে প্রতিষ্ঠা করার কথা বলবে। ত্রিপুরাবাসি এর যোগ্য জবাব দেবে আগামীদিনে

Developed by