Breaking
17 Dec 2025, Wed

ভোট পরবর্তী হিংসা অব্যাহত ,
বিদ্যুৎ  সংযোগ বিচ্ছিন্ন  করার অভিযোগ উঠল শাসকদলের প্রধানের বিরুদ্ধে

জেএনএফ ওয়েব ডেস্ক :-ভোট-পরবর্তী হিংসা অব্যাহত।ভোট মিটে গেলেও রাজনীতিক হিংসা অব্যাহত । এবার  বিদ্যুৎ  সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়ার ও মহিলাদেরকে মারধর করার অভিযোগ উঠল  শাসকদলের দিগনগর গ্রাম পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে । অভিযোগ গতকাল রাতে দিগনগর গ্রাম পঞ্চায়েতের অধীনস্থ হাতিশালা এলাকার বেশ কয়েকটি বাড়িতে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেন গ্রাম পঞ্চায়েতের প্রধান স্বরজিৎ বিশ্বাস এছাড়াও মহিলাদেরকে মারধর করা হয় বলে অভিযোগ এমন কি হুমকি দেয়া হয় বলে অভিযোগ বেশ কয়েকটি পরিবারের। গতকাল রাতেই ওই সমস্ত পরিবারের পক্ষ থেকে কৃষ্ণনগর কোতোয়ালি থানায়  লিখিত অভিযোগ দায়ের করে। অভিযোগের ভিত্তিতে সম্পূর্ণ ঘটনা তদন্ত শুরু করেছে কোতোয়ালি থানার পুলিশ। যদিও পুরো ঘটনার কথা অস্বীকার করেছে তৃণমূল কংগ্রেসের পঞ্চায়েত প্রধান। তার দাবি তিনি নিজেই সকলকে বিদ্যুৎ সংযোগ করে দিয়েছেন। এর পাশাপাশি মারধরের ঘটনা অস্বীকার করেছেন তিনি।

Developed by