Breaking
8 Dec 2025, Mon

ভোটের মুখে বড়সড় ভাঙন, ১৪ জন যোগ দিল তৃণমূল কর্মচারী সংগঠনে

ঝাড়গ্রাম নিউজ ফ্ল্যাশ ডেস্ক : শনিবার ঝাড়গ্রাম জেলা হাসপাতালের তৃণমূল পন্থী ফেডারেশন কর্মচারী সংগঠনে যোগ দিলেন ১৪ জন। এদের মধ্যে একজন সিপিএম কো-অর্ডিনেশন কমিটির সদস্য ছিলেন। বাকিরা সদ্য যোগ দিয়েছেন ঝাড়গ্রাম জেলা হাসপাতালে। ভোটের মুখে তৃণমূল পন্থী কর্মচারী সংগঠন পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশনের যোগ দেওয়ায় বড় ধাক্কা খেল কো-অর্ডিনেশন কমিটি। তাঁরা দলীয় সদস্য পদের ফর্ম ফিলআপ করে তুলে দেন নেতাদের হাতে। তাঁদেরকে সংগঠনে স্বাগত জানান ঝাড়গ্রাম জেলা হাসপাতালের ফেডারেশন কর্মচারী সংগঠনের সম্পাদক নির্মল মধূন্য, ঝাড়গ্রাম মহকুমার ফেডারেশন কর্মচারী সংগঠনের কনভেনর বিমল চন্দ, রিটায়ার্ড ফেডারেশন কর্মচারী সংগঠনের জেলার সম্পাদক গোপাল দত্ত।

Developed by