Breaking
8 Dec 2025, Mon

ভোটের বাজারে দিদিকে ‘ভয়’ মোদির

ঝাড়গ্রাম নিউজ ফ্ল্যাশ ডেস্ক : ভোটের বাজারে দিদিকে ভয় মোদির। নির্বাচন ঘোষণার পর থেকেই একের পর এক নির্বাচনী সভা করছেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এরাজ্যে সভা করতে এলেই দিদির ‘ভয়’ তাড়া করে বেড়াচ্ছে মোদিকে। কারন প্রধানমন্ত্রীর বক্তব্যের বেশির ভাগ অংশ জুড়ে দেশের দিশা দেখানোর বদলে দিদির কথায় শোনা যাচ্ছে। রাজনৈতিক মহলের মতে, বক্তব্যের শুরু থেকে শেষ পর্যন্ত শুধুই ‘দিদি’, ‘দিদি’র জপনাম করছেন মোদি। এমনকি সুর করে মোদি বলছেন,’দিদি ইয়ে তুম ক্যায়া কিয়া? যো গঠবন্ধন করকে দিল্লী মে আনেকা খ্যাব দেখ রেহেতে ও আভ মিট্টি মে মিলতা দিখ রাহা হে।’ আবার অন্যদিকে, পাল্টা সেই সব কথার জবাব দিতে মমতাকেও মোদির নাম মুখে আনতে হচ্ছে।

Developed by