Breaking
8 Dec 2025, Mon

ভোটারদের বুথমুখী করতে এবার শর্ট ফিল্ম

নিউজ ফ্ল্যাশ ডেক্স:- ভোটারদের বুথমুখী করতে অভিনব প্রয়াস নিলেন উত্তর কলকাতার নির্বাচনী আধিকারিক দিব্যেন্দু সরকার। এজন্য তিনি এক ডজন গপ্পো নামে একটি শর্ট ফিল্ম তৈরি করতে চলেছেন। ফিল্মের জন্য উত্তর কলকাতার ঐতিহাসিক স্থানগুলিকে বাছা হয়েছে। জায়গাগুলি হল, কলেজ স্ট্রিটের বইপাড়া, চিৎপুরের যাত্রাপাড়া, উত্তর কলকাতার রক প্রভৃতি। সেই সব জায়গায় শুটিং করে ভোটারদের কাছে আবেদন করা হবে, ভোটাররা যেন বুথমুখী হন। আগামী ১৯ মে যাতে ভোটদানের হার বাড়ে, তার জন্যই এই উদ্যোগ নিয়েছেন উত্তর কলকাতার নির্বাচনী আধিকারিক। এছাড়া আগামী লোকসভা ভোটে কী ধরনের প্রস্তুতি নিয়েছেন, তাও সাংবাদিকদের কাছে তুলে ধরেন দিব্যেন্দু সরকার।

Developed by