Breaking
18 Dec 2025, Thu

ভারত নেপাল সীমান্তের পানিট্যাঙ্কি থেকে ব্রাউন সুগার ও নগদ টাকা সহ গ্রেফতার ১

জেএনএফ ওয়েব ডেস্ক :-ফের একবার বড়সড় সাফল্য পেল পুলিশ। শনিবার গোপন সূত্রে খবরের ভিত্তিতে ভারত নেপাল সীমান্তের পানিট্যাঙ্কিতে অভিযান চালায় খড়িবাড়ি থানার ওসি সুমন কল্যাণ ও পানিট্যাঙ্কি ফাঁড়ির ওসি অনুপ বৈদ্যের নেতত্বে পুলিশ। এরপর সেখানে একটি বাড়িতে তল্লাশি চালিয়ে উদ্ধার হয় ব্রাউন সুগার ও নগদ টাকা। এই ঘটনায় একজনকে গ্রেফতার করে পুলিশ। ধৃতের নাম হলধর বর্মন(২৫)। সে গৌড়সিং জোত এলাকার বাসিন্দা। পুলিশ সূত্রে জানা গিয়েছে যে ধৃতের বাড়ি থেকে ৫০০ গ্রাম ব্রাউন ও নগদ এক লক্ষ ৩৮ হাজার টাকা উদ্ধার হয়েছে। এবং উদ্ধার হওয়া ব্রাউন সুগারের আনুমানিক বাজার মূল্য প্রায় ১৫ লক্ষ টাকা। তবে এই ঘটনার সঙ্গে আর কেউ জড়িত আছে কি না তা খতিয়ে দেখছেন পুলিশ। রবিবার ধৃতকে শিলিগুড়ি আদালতে তোলা হবে।

Developed by