Breaking
18 Dec 2025, Thu

ভারতীয় আদিবাসী ভূমিজ  সমাজের ডেপুটেশন

ঝাড়গ্রাম নিউজ ফ্ল্যাশ ডেস্ক :
কয়েক দফা দাবিকে সামনে রেখে ভারতীয় আদিবাসী ভূমিজ  সমাজ পশ্চিমবঙ্গ শাখার ঝাড়গ্রাম জেলা কমিটির  উদ্যোগে এদিন বিশাল মিছিল নিয়ে সদস্যরা। ঝাড়গ্রাম জেলা শাসকের কার্যালয়ে ডেপুটেশন এবং অনির্দিষ্টকালীনগণ  অবস্থানের জন্য উপস্থিত হয়। তাদের দাবি গুলির মধ্যে কয়েকটি উল্লেখযোগ্য দাবী হল, আদিবাসী ভূমিজ সমাজের চুয়াড় বিদ্রোহের বিকৃতি বন্ধ করতে হবে, ভূমিজ ভাষাকে পশ্চিমবঙ্গে অবিলম্বে রাজ্যের দ্বিতীয় ভাষা হিসেবে স্বীকৃতি দিতে হবে,আদিবাসী ভূমিজ সমাজের উন্নয়ন বোর্ড গঠন করতে হবে, জমির দলিল ও পর্চাতে ভূমিজ জাতি উল্লেখ করতে হবে।

Developed by