Breaking
18 Dec 2025, Thu

বয়স কে হার মানিয়েছেন বৃদ্ধা,অল্পের জন্য প্রানে বাঁচলেন।

ঝাড়গ্রাম নিউজ ফ্ল্যাশ ডেক্স:-শুক্রবার ফনীর প্রভাবে গোপীবল্লভপুরের চূনঘাটি গ্রামে ২৫ টি বাড়ির চাল উড়ে যায়।রাস্তা ওপর ভেঙ্গে পড়ে বড়ো গাছ,বিদ্যাুৎতের তার ছিঁড়ে গিয়ে বিদ্যাুৎ বিচ্ছিন্ন হয় এলাকা।চূনঘাটি গ্রামে এডবেস্টার ভেঙে জখম হোন একজন প্রতিবন্ধী।সেইমত চূনঘাটি গ্রামের বছর ৬০ পেরিয়া যাওয়া বৃদ্ধা ফকো কিস্কু অল্পের জন্য প্রানে বাঁচলেন।ঝড়ের প্রকোপে চালের বাড়ি চাপা পড়েন বৃদ্ধা,পরে নিজেই হামাগুড়ি দিয়ে বাইরে বেরিয়ে প্রানে বাঁচেন ওই বৃদ্ধা।গুরুতর জখম না হলেও কোমরে আঘাত লাগে।বয়সের সাথে পাল্লা দিয়ে প্রানে বেঁচে থাকার চেষ্টাতেই এখন মৃত্যুঞ্জয়ী বৃদ্ধা।

ছবি ও তথ্য : আকাশ শীট

Developed by