Breaking
18 Dec 2025, Thu

বৌভাতে রক্তদান করলেন নব দম্পতি


ঝাড়গ্রাম নিউজ ফ্ল্যাশ ডেস্ক :
বিয়ে বাড়িতে রক্তদানের সচেনতার বার্তা নব দম্পতির। শনিবার বৌভাতের অনুষ্ঠানে আসা আমন্ত্রিতদের তুলে দেওয়া হল হ্যাণ্ড স্যানিটাইজার, মাস্ক ও চারাগাছ। ঝাড়গ্রাম জেলার গোপীবল্লভপুর ২ ব্লকের চোরচিতা গ্রামে শুক্রবার এমনই ঘটনার সাক্ষী থাকলেন অতিথিরা। চোরচিতা গ্রামের বাসিন্দা বছর ছত্রিশের দিব্যেন্দুবিকাশ দত্ত বেসরকারি কোম্পানিতে কাজ করেন। দেখাশুনা করে গত বৃহস্পতিবার বিয়ে হয় সংস্কৃতে এমএ পাস করা ডেবরার মকরামপুরের পাত্রী তনিমা রানি মাঝির সঙ্গে। শনিবার বৌভাতে ৫০ জন আমন্ত্রিত ছিলেন। সেই সঙ্গে বৌভাতের অনুষ্ঠানকে স্মরণীয় করে রাখতে রক্তদান শিবির করা হয় বাড়িতেই। শনিবার বাড়িতেই রক্তদান শিবিরে বর-কনে সহ আত্মীয়-স্বজনরা রক্ত দেন। নব দম্পতি দিব্যেন্দু বিকাশ দত্ত ও তনিমা রানি মাঝি বলেন,‘বর্তমান পরিস্থিতিতে মুমূর্ষ রোগীদের জন্য রক্তদান কতটা জরুরি তা বোঝানোর জন্য এবং রক্তদান সম্পর্কে মানুষজনকে সচেতন করতেই শিবিরের আয়োজন।’

Developed by