Breaking
8 Dec 2025, Mon

বোম্বে রোডে ডাকাতির চেষ্টার অভিযোগে দু’জনকে গ্রেপ্তার করল মানিকপাড়া বিটের পুলিশ!


জেএনএফ ওয়েব ডেস্ক :
বোম্বে রোডে ডাকাতির চেষ্টার অভিযোগে দু’জনকে গ্রেপ্তার করল মানিকপাড়া বিটের পুলিশ! ধৃতরা হলেন অধীর মল্লিক ও গৌতম নায়ক ওরফে ভুসা। ধৃত দু’জনের বাড়ি ঝাড়গ্রাম ব্লকের মানিকপাড়া গ্রাম পঞ্চায়েতের কালাঝরিয়া গ্রামে। পুলিশ আদালতে জানিয়েছেন, শুক্রবার রাতে ৬ নম্বর জাতীয় টহলদারি চালানোর সময়ে লক্ষ্য করেন স্থানীয় গজাশিমূল রাবনপোড়া মাঠের পাশে তারা ডাকাতির জন্য তোড়জোড় করছিলেন। রাত পৌঁনে একটা নাগাদ তাদের গ্রেপ্তার করে টহলদারি পুলিশ অফিসার। শনিবার ধৃত দু’জনকে ঝাড়গ্রামের সিজেএম বিচারক এডুইন লেপচার এজলাসে তোলা হয়। পুলিশ ধৃতদের বিরুদ্ধে ডাকাতির চেষ্টার অভিযোগের ধারায় মামলা রুজু করেছে। ঝাড়গ্রাম জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষের তরফে থাকা অভিযুক্ত পক্ষের আইনজীবী সমীরণ মাহাতো আদালতে বলেন,‘অভিযুক্তরা নিরপরাধ। মিথ্যা মামলায় ফাঁসানো হয়েছে। জামিনের আবেদন করছি।’ সরকারি আইনজীবী অনিল মণ্ডল বলেন,‘ধৃত দু’জনকে দু’দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছেন বিচারক।’

Developed by