Breaking
22 Jan 2026, Thu

বেশ কয়েকদিন ধরে বন্ধ রানাঘাটের মহা শ্মশান বৈতরণী!

বেশ কয়েকদিন ধরে বন্ধ রানাঘাটের মহা শ্মশান বৈতরণী । ইলেকট্রিক চুল্লি সমস্যার জন্য এখন বন্ধ এর ফলে রানাঘাট তার পার্শ্ববর্তী অঞ্চল বিভিন্ন জায়গা থেকে মৃতদেহ সৎকার করতে সমস্যায় পড়েছেন ।তবে বিকল্প কাঠের চুল্লি থাকলেও ইলেকট্রিক চুল্লি বন্ধ থাকায় সমস্যায় পড়েছেন সাধারণ মানুষ তারা রানাঘাট শ্মশানে সৎকার করতে আনতে পারছেন না ।শান্তিপুর কিংবা অন্যত্রে নিয়ে যেতে হচ্ছে । দ্রুত কাজ চলছে ঠিক করার জন্য ।এই প্রসঙ্গে কি জানাচ্ছেন রানাঘাটের পৌর প্রশাসক কোশলদেব বন্দ্যোপাধ্যায়

Developed by