Breaking
21 Dec 2025, Sun

বেলপাহাড়ী ব্লকে ‘হাই রেসটিকশন জোনে’র তালিকা দেখুন


জেএনএফ ওয়েব ডেস্ক : কনটেনমেন্ট জোনের বদলে বেলপাহাড়ী ব্লকে চালু হচ্ছে ‘হাই রেসটিকশন জোন’। আগামী ১৯ জুন রাত্রি ৯টা থেকে শুরু হচ্ছে এই বিধি-নিষেধ। আগামী ২৭ জুন ভোর ৫টা পর্যন্ত তা বলবৎ থাকবে বলে ১৭ জুন ঝাড়গ্রামের জেলাশাসক জয়সি দাশগুপ্ত স্বাক্ষরিত নির্দেশিকায় বলা হয়েছে। বেলপাহাড়ী ব্লকের বেলপাহাড়ী(মুড়ানশোল মৌজায় বৈদ্যনাথ মাণ্ডির বাড়ি থেকে আইসিডিএস সেন্টার কুরুমুটু ক্লাবের সামনে), শিমূলপাল(তুলসীবনি মৌজায় কুর্মু কর্মকারের বাড়ি থেকে মিথিলা গোয়ালার বাড়ি), ভেলাইডিহা(কেচন্দা মৌজায় কেচন্দা মেন চক থেকে পাল পাড়া) এলাকায় এই নিয়ম বিধি বলবৎ থাকবে ওই নির্দিষ্ট দিন গুলিতে।

Developed by