Breaking
20 Dec 2025, Sat

বুলবুল আক্রান্ত পরিবারকে আর্থিক সাহায্য পরিবহণ মন্ত্রীর

ঝাড়গ্রাম নিউজ ফ্ল্যাশ ডেক্স :- গত শনিবার গভীর রাতে ঘূর্ণিঝড় বুলবুলের তাণ্ডবে পূর্ব মেদিনীপুর জেলার ভিটুরিয়া গ্রামের বাসিন্দা সুজাতা দাস(২৭) নামের এক গৃহবধূ দেওয়াল চাপা পড়ে মারা যান।স্থানীয় সূত্রে জানা গেছে, গভীর রাতে আচমকাই একটি বড় গাছ ভেঙে বাড়ির চালার উপর পড়ায় পিষ্ট হন সুজাতা দাস।এরপর স্থানীয় বাসিন্দাদের তৎপরতায় হাসপাতালে নিয়ে যাওয়া হলে সুজাতা দাসকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসক। এই ঘটনার ফলে গোটা গ্রামে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।এরপর ঘটনা শুনে ঘটনাস্থলে ছুটে যান পরিবহণ মন্ত্রী শুভেন্দু অধিকারী। সতীশ সামন্ত ওয়েলফেয়ার তহবিল থেকে ২ লক্ষ টাকা আর্থিক সাহায্য করা হয় ওই পরিবারকে।

Developed by