Breaking
15 Dec 2025, Mon

বুধবার সকালে এক ১২ বছরের কিশোরীকে ট্রেন থেকে উদ্ধার করল রানাঘাট আর পি এফ

জেএনএফ ওয়েব ডেস্ক :-বুধবার সকালে এক ১২ বছরের কিশোরীকে ট্রেন থেকে উদ্ধার করল রানাঘাট আর পি এফ। সুত্রের খবর অর্পিতা বৈলা নামে এক ১২ বছরের কিশোরী আমডাংগার গোমা,তেতুলিয়া থেকে দাদু ও কাকার সাথে সকাল ৮.৪৫ মিনিটের আপ গেদে লোকালে উঠেছিল।হটাৎ হালিশহরের পর ওই কিশোরী তার দাদু দেবদাস কাকা লক্ষীকান্ত কৈলা ট্রেন ক্যনক্রমে হারিয়ে যায়। এরপর ট্রেনে দুই মহিলা এবং ট্রেনে টহলরত রানাঘাট আর পি এফ পুলিশের তৎপরতায় কিশোরীকে উদ্ধার করে রানাঘাট আর পি এফ অফিসে নিয়ে আসে।এরপর কিশোরীটি পুলিশের কাছে তার নাম পরিচয় জানায় এবং সে তার দাদু এবং কাকার সাথে নবদ্ধীপের রাসের জন্য আত্মীয় বাড়ি জাচ্ছিলেন । কিশোরীটি তার পরিবারের সদস্যদের না দেখতে পাওয়ায় কান্নাকাটি শুরু করে।দীর্ঘক্ষন আর পি এফ অফিসে থাকবার পর আর পি এফ সাব ইন্সপেক্টর শিবম কুমার এবং হরেকৃষ্ণ চৌধুরী খোজ খবর লাগায় ওই কিশোরীর পরিবারকে।খবর পেয়ে ঘন্টা তিনেক পর হারিয়ে যাওয়া কিশোরীর দাদু দেবাদাস কৈলা রানাঘাট আর পি এফ অফিসে উপজুক্ত প্রমান দিয়ে তার নাতনিকে হাতে পায়।খুব স্বাভাবিক ভাবে খুশি ওই কিশোরীর পরিবার।হারিয়ে যাওয়া কিশোরীর দাদু ধন্যবাদ জানিয়েছেন রানাঘাট আর পি এফ কে।

Developed by