Breaking
16 Dec 2025, Tue

বুধবার ঝাড়গ্রামের দুটি কোভিড হাসপাতাল পরিদর্শন করলেন রাজ্যের কোভিড টিমের ওএসডি ডাঃ গোপালকৃষ্ণ ঢালি


ঝাড়গ্রাম নিউজ ফ্ল্যাশ ডেস্ক : বুধবার ঝাড়গ্রামের দুটি কোভিড হাসপাতাল পরিদর্শন করলেন রাজ্যের কোভিড টিমের ওএসডি ডাঃ গোপালকৃষ্ণ ঢালি। ঝাড়গ্রাম জেলা হাসপাতাল ক্যাম্পাসের মধ্যে থাকা কোভিড হাসপাতালে ২৭ জন রোগী এবং পুরাতন ঝাড়গ্রামে থাকা দ্বিতীয় কোভিড হাসপাতালতে ৪ জন রোগী ভর্তি রয়েছেন। সেখানে চিকিৎসাধীন রোগী এবং চিকিৎসকদের সঙ্গে কথা বলেন ডাঃ গোপালকৃষ্ণ ঢালি। তার সঙ্গে ছিলেন ঝাড়গ্রাম জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক প্রকাশ মৃধা ও ঝাড়গ্রাম জেলা হাসপাতাল সুপার ইন্দ্রনীল সরকার। তাঁরা পিপিই কিট পরে কোভিড হাসপাতাল দুটি পরিদর্শন করেন। ডাঃ গোপালকৃষ্ণ ঢালি বলেন,‘সবকিছুই ঠিকঠাক চলছে। চিকিৎসকরা ভালো কাজ করছেন। হাসপাতালের সর্বত্র ঘুরে দেখলাম ভালো কাজ হচ্ছে। কোন কিছু অসুবিধা থাকলে চিকিৎসকদের সঙ্গে কথা বলব।’

Developed by