Breaking
13 Dec 2025, Sat

বীর চক্র পেতে চলেছেন অভিনন্দন বর্তমান

ঝাড়গ্রাম নিউজ ফ্ল্যাশ ডেক্স:- সাহসিকতার জন্য বীর চক্র পুরস্কার পেতে চলেছেন বায়ুসেনার উইং কমান্ডার অভিনন্দন বর্তমান। স্বাধীনতা দিবসের দিন তাঁর হাতে এই পুরস্কার তুলে দেওয়া হবে। এছাড়া যুদ্ধ সেবা মেডেল প্রদান করা হবে বায়ুসেনার স্কোয়াড্রন লিডার মিনতি আগরওয়ালকে। মরণোত্তর কীর্তি চক্র পুরস্কার দেওয়া হবে ১, রাষ্ট্রীয় রাইফেলসের প্রকাশ যাদব। সৌর্য্য চক্র পুরস্কার দেওয়া হবে আরও আটজনকে।

Developed by