Breaking
16 Dec 2025, Tue

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস করায় ঝাড়গ্রামে গ্রেপ্তার এক বিজেপি কর্মী


ঝাড়গ্রাম নিউজ ফ্ল্যাশ ডেস্ক : বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস করায় ঝাড়গ্রামে গ্রেপ্তার এক বিজেপি কর্মী। ঘটনায় ঝাড়গ্রাম ব্লকের শিরষি গ্রামের বাসিন্দা মানস মাহাতকে ঝাড়গ্রাম থানার পুলিশ গ্রেফতার করে। সাঁকরাইলের এক মেয়ের সঙ্গে মানসের সম্পর্ক ছিল চার বছর ধরে। আর সেই সুযোগ নিয়ে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে একাধিক বার সহবাস করেছে যুবকটি। মানস মেয়েটিকে বিয়ে করতে রাজি না হওয়ায় লিখিত অভিযোগ করে থানায়। তার অভিযোগের ভিত্তিতে পুলিশ গ্রেফতার করে মানসকে। মানসের বিরুদ্ধে পুলিশ ৩৭৬, ৪১৭, ৪১৮ নং ধারায় মামলা রুজু করে রবিবার ঝাড়গ্রামের সিজেএম আদালতে তোলে। আদালতের বিচারক ঋষি কুশারীর ২ দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেন।

Developed by