Breaking
16 Dec 2025, Tue

বিষ খেয়ে আত্মহত্যা মাধ্যমিক পড়ুয়ার!

জেএনএফ ওয়েব ডেস্ক : বিষ খেয়ে আত্মহত্যা মাধ্যমিক পড়ুয়ার, ঘটনাটি শান্তিপুর ব্লকের আরবান্দি ২ গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত বড় জিয়াকুর এলাকায়। পরিবার সূত্রে জানা যায় খুকুমণি রাজুয়ার(১৭) এবছর মাধ্যমিক পরীক্ষার্থী ছিল পরিবারে মা আর দাদা ছাড়া আর কেউ নেই। দাদা কর্মসূত্রে বাইরে থাকতেন শনিবার বিকেল নাগাদ দাদা হঠাৎই খবর পাই বোন চাষের জমিতে ব্যবহার করা বিষ খেয়েছে। দাদা তড়িঘড়ি বাড়িতে এসে শান্তিপুর স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কয়েক ঘণ্টা বাদেই চিকিৎসকেরা খুকুমণি রাজুয়ার কে মৃত বলে ঘোষণা করে। মৃত্যুর খবর পেয়ে হতবাক হয়ে পড়ে গোটা পরিবার এছাড়াও এলাকায় নেমে আসে শোকের ছায়া। শান্তিপুর স্টেট জেনারেল হাসপাতাল থেকে মৃতদেহটি উদ্ধার করে শান্তিপুর থানার পুলিশ, রবিবার ময়নাতদন্তের জন্য রানাঘাট মহকুমা হাসপাতালে পাঠায় মাধ্যমিক পরীক্ষার্থী খুকুমণি রাজুয়ার এর মৃতদেহ। তবে এই আত্মহত্যার কারণ নিয়ে কিছুই বুঝতে পারছেনা পরিবার, দীর্ঘ লকডাউন এর কারণে স্কুল বন্ধ থাকায় মানসিক অবসাদে এই আত্মঘাতী, নাকি এর পেছনে রয়েছে অন্য কোন রহস্য কিছুই অনুমান করতে পারছে না পরিবার।

Developed by