Breaking
19 Dec 2025, Fri

বিশ্ব হাতি দিবস উপলক্ষে হুলা পার্টির ২৩ জন সদস্যকে সংবর্ধনা দিল সেজ ফাউন্ডেশন


ঝাড়গ্রাম নিউজ ফ্ল্যাশ ডেস্ক : বিশ্ব হাতি দিবস উপলক্ষে হুলা পার্টির ২৩ জন সদস্যকে সংবর্ধনা দিল সেজ ফাউন্ডেশন। বুধবার লোধাশুলি রেঞ্জের অধীনে চন্দ্রি-২ বীট অফিসে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। ঝাড়গ্রাম ব্লকের বিভিন্ন এলাকায় সারা বছরই হাতি ঘোরাফেরা করে। আর সেই হাতিকে তাড়ানোর কাজ করেন স্থানীয় হুলা পার্টির সদস্যরা। হাতি গুলিকে লোকালয় থেকে জঙ্গলে ফেরত পাঠানোর কাজও করেন তাঁরা। জীবনের ঝুঁকি নিয়ে এরা হাতি তাড়ানোর কাজ করে আসছে। সেজ ফাউন্ডেশনের উদ্যোগে ২৩ জনকে সংর্বধনা দেওয়া হয়।

Developed by