Breaking
28 Jan 2026, Wed

বিশ্ব জলাভূমি দিবস পালন করলো নদিয়ার কৃষ্ণনগর-২ নং ব্লক

বিশ্ব জলাভূমি দিবস পালন করলো নদিয়ার কৃষ্ণনগর-২ নং ব্লক

নদিয়া: ২রা ফেব্রুয়ারি বিশ্ব জলাভূমি দিবস পালন করলো নদিয়ার কৃষ্ণনগর-২ নং ব্লক। সাধনপাড়া শালিতলা বিল এলাকায় যথারীতি মঞ্চ বেঁধে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে এ দিনটি গুরুত্ব সহকারে পালন করা হয়।

এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস, স্থানীয় বিডিও, জয়েন্ট বিডিও, বমোহ, জেলা পরিষদ সদস্য সানন্দা ঘোষ, জেলা পরিষদের প্রাক্তন সদস্য সুব্রত ঘোষ সহ বিশিষ্ট জনেরা।

পাশাপাশি, উপস্থিত ছিলেন কৃষ্ণনগর-২ নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি, সহ-সভাপতি সহ সমিতির সকল কর্মাধ্যক্ষরা।

এদিন, মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস জলাভূমিকে কেন রক্ষা দরকার, তার উপর গুরুত্ব আরোপ করে
বক্তব্য রাখেন। পাশাপাশি বক্তব্য রাখেন ব্লক প্রশাসনের কর্তা-ব্যক্তিরাও।

বক্তব্য রাখেন নদিয়া জেলা পরিষদেরি প্রাক্তন সদস্য সুব্রত ঘোষ।

সৃজনশীল-নাচ ও গানে অনুষ্ঠানটি সফলতা লাভ করে। জলাভূমি রক্ষা নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করে বক্তব্যও রাখেন উপস্থিত অতিথিরা।

Developed by