Breaking
13 Dec 2025, Sat

বিভিন্ন দাবিতে বিক্ষোভ করল উত্তরবঙ্গ ডেন্টাল কলেজের চিকিৎসকরা

বিভিন্ন দাবিতে বিক্ষোভ করল উত্তরবঙ্গ ডেন্টাল কলেজের চিকিৎসকরা। এদিন কলেজে মেঝেতে বসেই কলেজের বিভিন্ন সমস্যা নিয়ে ক্ষোভ প্রকাশ করেন চিকিৎসকরা। ডেন্টাল কলেজের তৃণমূল কংগ্রেস সংগঠনের সদস্য ডঃ পুষ্পেন্দু সরকার জানান, কলেজের অডিটোরিয়াম তৈরি হলেও শুরু হয়নি এখনো, কলেজের অধিকাংশ অধ‍্যাপক অনুপস্থিত থাকেন এবং রোস্টার মেনে কাজ করেন। হোস্টেলের বিভিন্ন সমস্যা, পাশাপাশি ঝাড়জঙ্গলে পরিপূর্ণ এলাকা থাকায় ডেঙ্গির ভয় রয়েছে। পাশাপাশি রোগী চিকিৎসা সেবা ক্ষেত্রে বিভিন্ন সমস্যা রয়েছে। তবে রোগী পরিষেবা ব‍্যহত না করে আমাদের বিক্ষোভ চলবে। অন‍্যদিকে কলেজের প্রিন্সিপাল ডঃ সঞ্জয় দত্ত জানান, ফান্ডের কিছু সমস্যা রয়েছে তবে আগামী দিনে সব কিছু স্বাভাবিক হয়ে যাবে। অধ‍্যাপক অনুপস্থিত ঠিক নয় কিছু কারো সমস্যা থাকলে অনুপস্থিত হচ্ছেন তবে সেটা সবার ক্ষেত্রে নয় নয়তো কলেজ চলত না।

Developed by