Breaking
1 Jan 2026, Thu

বিনপুর মালাবতীর জঙ্গলে আগুন, আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে বন দপ্তরের কর্মীরা

ঝাড়গ্রাম নিউজ ফ্ল্যাশ ডেস্ক : মঙ্গলবার কে বা কারা আচমকা মালাবতীর জঙ্গলে আগুন লাগিয়ে দেয় খবর পেয়ে ঘটনা স্থলে যায় বন দপ্তরের কর্মীরা ও স্থানীয় বাসিন্দারা। আগুন নিয়ন্ত্রণে না আনতে পারায় বন দপ্তররর পক্ষ থেকে দমকলের কর্মীদের জানানো হয় বিষয়টি। খবর পেয়ে দমকল বিভাগের একটি ইঞ্জিন দিয়ে আগুন নিভানোর চেষ্টা করছে। তবে ওই ঘটনাকে কেন্দ্রকরে এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। এই ভাবে জঙ্গলে আগুন লাগিয়ে জঙ্গল নষ্ট করার যে চক্রান্ত শুরু হয়েছে তার বিরুধ্যে ধিক্কার জানিয়েছে এলাকার বাসিন্দারা।

Developed by