Breaking
14 Dec 2025, Sun

বিনপুর থানার শ্যামসুন্দরপুর থেকে বস্তা বন্দি পচা গলা দেহ উদ্ধার,এলাকায় চাঞ্চল্য!

ঝাড়গ্রাম নিউজ ফ্ল্যাশ ডেস্ক : বৃহস্পতিবার সকালে ঝাড়গ্রাম জেলার বিনপুর থানার শ্যামসুন্দরপুর এলাকায় ধান জমিতে একটি বস্তা থেকে পচা গন্ধ বের হয়।স্থানীয় বাসিন্দারা বিষয়টি ফোন করে বিনপুর থানার পুলিশকে জানায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে যায় বিনপুর থানার পুলিশ। পুলিশ ঘটনাস্থলে গিয়ে দেখে ওই বস্তার মধ্যে এক ব্যক্তির পচাগলা মৃতদেহ রয়েছে।পুলিশ মৃতদেহটি উদ্ধার করে ঝাড়গ্রাম সুপার স্পেশালিটি হাসপাতালের মর্গে ময়নাতদন্তের জন্য পাঠায়।তবে মৃত ব্যক্তির পরিচয় জানা যায় নি। পুলিশ মৃতের পরিচয় জানার চেষ্টা করছে।পুলিশের প্রাথমিক অনুমান উদ্ধার হওয়া মৃতদেহটি মহিলার হতে পারে। যদিও ময়না তদন্তের পর পূর্ণাঙ্গ রিপোর্ট পাওয়া যাবে। সেই সঙ্গে বিনপুর থানার পুলিশ ওই ঘটনার তদন্ত শুরু করেছে। তবে ওই ঘটনাকে কেন্দ্র করে বিনপুর থানার শ্যামসুন্দরপুর গ্রামে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।

Developed by