Breaking
10 Dec 2025, Wed

বিধাননগররে স্বেচ্ছায় রক্ত দান শিবিরের আয়োজন করল ফাঁসিদেওয়া ব্লক -২নং যুব তৃণমূল কংগ্রেস

জেএনএফ ওয়েব ডেস্ক:- রবিবার শিলিগুড়ি মহাকুমার ফাঁসিদেওয়া ব্লকের বিধাননগররে স্বেচ্ছায় রক্ত দান শিবিরের আয়োজন করল ফাঁসিদেওয়া ব্লক ২ যুব তৃণমূল কংগ্রেস। এদিন বিধাননগর তৃণমূল কংগ্রেসের দলীয় কার্যালয়ে এই রক্ত দান শিবির করা হয়। উপস্থিত ছিলেন দার্জিলিং জেলা যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি কুন্তল রায়,ফাঁসিদেওয়া ব্লক ২ তৃনমূল কংগ্রেসের সভাপতি কাজল ঘোষ,ফাঁসিদেওয়া ব্লক ২ যুব তৃণমূলের সভাপতি সীতম পাল,বিধাননগর ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন প্রধান টুলটুলি সরকার সহ যুব তৃণমূল কংগ্রেসের নেতা কর্মীরা। এদিনের এই রক্তদান শিবিরে এখনও পর্যন্ত ৩৫ জন স্বেচ্ছায় রক্ত দিয়েছেন। এই বিষয়ে দার্জিলিং জেলা যুব তৃণমূলের সভাপতি কুন্তল রায় বলেন যে আজকে বিধাননগরে তৃণমূল যুব কংগ্রেসের তরফ থেকে রক্তদান শিবির চলছে। এবং সংগ্রীহত রক্ত উত্তরবঙ্গ ম্যাডিকেল কলেজ ও হাসপাতালের ব্লাড ব্যাংকে পাঠানো হবে।

Developed by